আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য মালয়েশিয়ায় দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব
সিঙ্গাপুরে কোম্পানি ভিসার বেতন কত | সিঙ্গাপুরে কোম্পানি ভিসার বেতন কত টাকা
আমাদের মাঝে অনেকেই জীবিকার তাগিদে হোক, ভ্রমণের তাগিদে হোক যে কোন উদ্দেশ্যে নিয়ে দেশের বাহিরে যাতায়াত করতে হয়। উন্নত জীবকার আশায় বাংলাদেশীগণ সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে পাড়ি জমান। তাই চলুন জেনে নিই মূল কথা
সিঙ্গাপুরে কাজের বেতন ৪০ হাজার থেকে ১ লক্ষ টাকা। অন্যান্য দেশের তুলনায় সিঙ্গাপুরে বেতন ভালো। কাজের শেণীভাগের উপর নির্ভর করে বেতন দেওয়া হয়। আপনি যেমন কাজ করবেন তার উপর ভিত্তি করে বেতন দিবে।
সিঙ্গাপুরে সবাই একধরনের কাজ করে না।এক এক জনের কাজের ধরণ আলাদা। তাই সবার বেতন কাঠামো আলাদা। এছাড়া আপনি কতটা দক্ষ সেটার উপর নির্ভর করে আপনার বেতন।