আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য কানাডা দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব।
কানাডায় কোন কাজের চাহিদা বেশি |কোন কাজের চাহিদা কানাডায় বেশি
আমাদের মাঝে অনেকেই জীবিকার তাগিদে হোক, ভ্রমণের তাগিদে হোক যে কোন উদ্দেশ্যে নিয়ে দেশের বাহিরে যাতায়াত করতে হয়। উন্নত জীবকার আশায় বাংলাদেশীগণ কানাডায় শ্রমিক হিসেবে পাড়ি জমান। তাই চলুন জেনে নিই মূল কথা।
বর্তমানে বাংলাদেশ থেকে বহু কর্মী ভালো বেতনে চাকরি করার জন্য কানাডায় যাচ্ছেন। এই দেশে যাওয়ার জন্য অনেক গুলি ভিসা ক্যাটাগরি রয়েছে।আপনার যে দক্ষতা আছে আপনি ওই ক্যাটাগরিতে কানাডায় যেতে পারেন।
কানাডা উন্নত দেশ হিসাবে সেখানে কাজের লোকের সংখ্যা অনেক কম। এই জন্য কানাডার সরকার কাজ করার জন্য বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী আমদানি করে।
কানাডায় যে সকল কাজের চাহিদা বেশি উক্ত কাজ গুলো নিচে উপস্থাপন করা হলো
- নির্মাণ শ্রমিক
- হোটেল বয়
- পরিবহন চালানো
- গুদামজাতকরণ
- খাদ্য পরিসেবা
- বাসস্থান শ্রমিক
- খুচরা বা রিটেইল বাণিজ্য
- ওয়েল্ডিং এর কাজ
- শিল্পখাতে বিভিন্ন সেবা
- গ্রাফিক্স ডিজাইন
- মার্কেটিং ম্যানেজার
- ওয়েভ ভিজাইন