আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য মালয়েশিয়ায় দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব।
সিঙ্গাপুরের প্রধান ভাষার নাম কি|সিঙ্গাপুরের ভাষার নাম কি
আমাদের মাঝে অনেকেই জীবিকার তাগিদে হোক, ভ্রমণের তাগিদে হোক যে কোন উদ্দেশ্যে নিয়ে দেশের বাহিরে যাতায়াত করতে হয়। উন্নত জীবকার আশায় বাংলাদেশীগণ সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে পাড়ি জমান। তাই চলুন জেনে নিই মূল কথা।
সিঙ্গাপুরের ৪টি দাপ্তরিক ভাষা আছে। এগুলি হলো
১. ইংরেজি
২. মালয়
৩. চীনা মান্দারিন
৪. তামিল
সাধারণ ভাষা হিসাবে ইংরেজি পরিচিত।