আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য মালয়েশিয়ায় দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব।
সিঙ্গাপুরের মুসলিম জনসংখ্যা কত |সিঙ্গাপুরের মুসলিম জনসংখ্যা
আমাদের মাঝে অনেকেই জীবিকার তাগিদে হোক, ভ্রমণের তাগিদে হোক যে কোন উদ্দেশ্যে নিয়ে দেশের বাহিরে যাতায়াত করতে হয়। উন্নত জীবকার আশায় বাংলাদেশীগণ সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে পাড়ি জমান। তাই চলুন জেনে নিই মূল কথা।
সিঙ্গাপুরের মুসলিম জনসংখ্যা ২০১০ সালে পরিসংখ্যান অনুযায়ী সিঙ্গাপুরের ১৫ বছর এবং অধিক বয়সী নাগরিকদের প্রায় ১৫% মুসলিম।এদের অধিকাংশ মালয় এবং সুন্নি। সিঙ্গাপুরের মুসলমানদের ১৭ শতাংশ দক্ষিণ এশিয়ার বংশদ্ভূত। অন্যদের মধ্যে রয়েছে চীনা, আরব ও ইউরোশীয় সম্প্রদায়ের।