আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য মালয়েশিয়ায় দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব মালয়েশিয়ার দশটি পর্যটক স্হানের নাম | মালয়েশিয়ার সুনামধন্য কিছু পর্যটক স্হানের নাম
মালয়েশিয়ার দশটি পর্যটক স্হানের নাম | মালয়েশিয়ার সুনামধন্য কিছু পর্যটক স্হানের নাম
আমাদের মাঝে অনেকেই জীবিকার তাগিদে হোক, ভ্রমণের তাগিদে হোক যে কোন উদ্দেশ্যে নিয়ে দেশের বাহিরে যাতায়াত করতে হয়। উন্নত জীবকার আশায় বাংলাদেশীগণ মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে পাড়ি জমান। তাই চলুন জেনে নিই মূল কথা।
মালয়েশিয়ার দশটি পর্যটক স্হানের নাম হলো
কুয়ালালামপুর
ল্যাংকাউই
পেনাং
জেন্টিং
সারাওয়াক
মালাক্কা
সিপাদান
ক্যামেরন হাইল্যান্ড
কোটা কিনাবালু
ইপোহ