আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য মালয়েশিয়ায় দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব মালয়েশিয়ার ভাষার নাম কি |মালয়েশিয়ার প্রধান ভাষার নাম কি
মালয়েশিয়ার প্রধান ভাষার নাম কি |মালয়েশিয়ার ভাষা নাম কি
মালয়েশিয়ার প্রধান ভাষার নাম হলো মালয় ভাষা।মালয় ভাষা মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনেইয়ের এবং সিঙ্গাপুর এই চারটি সরকারি ভাষা একটি। পূর্ব তিমুরে এটি কর্মক্ষেত্রের ভাষা হিসেবে ব্যাবহৃত হয়।এছাড়া মিয়ানমার, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই ভাষা পরিচিত।মালয় ভাষা ২ থেকে ৩ কোটি লোকের মাতৃভাষা।