আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য মালয়েশিয়ায় দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব।
সিঙ্গাপুরের মোট জনসংখ্যা কত | সিঙ্গাপুরের জনসংখ্যা কত
আমাদের মাঝে অনেকেই জীবিকার তাগিদে হোক, ভ্রমণের তাগিদে হোক যে কোন উদ্দেশ্যে নিয়ে দেশের বাহিরে যাতায়াত করতে হয়। উন্নত জীবকার আশায় বাংলাদেশীগণ সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে পাড়ি জমান। তাই চলুন জেনে নিই মূল কথা।
২০০৩ সালের পর প্রথম বারের মত সিঙ্গাপুরের জনসংখ্যা কমেছে। করোনার কারণে বিদেশি এবং স্হায়ী বাসিন্দা দেশ ছেড়েছেন। তার প্রভাব পড়েছে জনসংখ্যা উপর। বার্ষিক জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুরের বসাবসরত মানুষের জনসংখ্যা প্রায় ১৮০০০ হাজার কমেছে প্রায়। মোট জনসংখ্যা দাড়িয়েছে প্রায় ৫৭ লক্ষ। যা আগের বছরের তুলনায় দশমিক তিন ভাগের কম। এর মধ্যে বিদেশির সংখ্যা দুই ভাগে কমে প্রায় সাড়ে ষোলো লক্ষ হয়েছিল। কিন্তুু বর্তমানে করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জনসংখ্যা বেড়েছে।
সিঙ্গাপুরের বর্তমান জনসংখ্যা পাঁচ মিলিয়ন। এর মধ্যে মোট এক তৃতীয়াংশ বেশি মানুষ বিদেশি।