আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য মালয়েশিয়ায় দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব মালয়েশিয়ার টাকার রেট | ১ রিংগিত বাংলাদেশের কত টাকা
মালয়েশিয়ার টাকার রেট| মালয়েশিয়ার ১ রিংগিত বাংলাদেশের কত টাকা
প্রিয় ভিজিটারগন আমাদের মাঝে অনেকেই জীবিকার তাগিদে হোক, ভ্রমণের তাগিদে হোক যে কোন উদ্দেশ্যে নিয়ে দেশের বাহিরে যাতায়াত করতে হয়। উন্নত জীবকার আশায় বাংলাদেশীগণ মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে পাড়ি জমান। তাদের কষ্টের টাকা প্রতি মাসে দেশে তাদের প্রিয় মানুষদের কাছে পাঠাতে হয়। কিন্তুু মালয়েশিয়ান রিংগিত না জানার কারণে কত মূল্য পেয়ে থাকেন। এইখান থেকেই সঠিক রেট জেনে তারপর টাকা পাঠান।
আজকে মালয়েশিয়ার ১ রিংগিত = ২৩ টাকা ৯০ পয়সা ।
বি:দ্র - প্রতিদিন টাকার রেট বাড়ে আবার কমতে পারে।