আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য মালয়েশিয়ায় দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর নাম কি |জেনে নিন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর নাম কি
আমাদের মাঝে অনেকেই জীবিকার তাগিদে হোক, ভ্রমণের তাগিদে হোক যে কোন উদ্দেশ্যে নিয়ে দেশের বাহিরে যাতায়াত করতে হয়। উন্নত জীবকার আশায় বাংলাদেশীগণ সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে পাড়ি জমান। তাই চলুন জেনে নিই মূল কথা।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদটি হচ্ছে সিঙ্গাপুর প্রজাতন্ত্রের সরকার প্রধান। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি যদিও তার কোন ক্ষমতা নেই কিন্তুু তিনি প্রধানমন্ত্রী কে শপথ বাক্য পাঠ করান।সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাতির পিতা " লি কুয়ান লিউ " সিঙ্গাপুরের পিপল পার্টি ছাড়া আর কোন দল এই পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নি। এবং সিঙ্গাপুরে আজ অবধি মাত্র তিনজন প্রধানমন্ত্রী হয়েছেন। এখন বর্তমানে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।