আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। বন্ধুরা সোদি আরব দেশে হচ্ছে মুসলিম বিশ্বের মাথা, তাই সবকিছুতে আগে সোদি আরবকে ফোকাস করা হয়। তাই আমিও যেহেতু মুসলিম তাই আমার ক্ষেত্রেও এই দেশকে তালিকার প্রথম কাতারের রাখি। চলুন আর দেরী না করে জেনে নেওয়া যাক সৌদি আরবের রাজধানীর নাম কি |সৌদি আরবের শহরগুলোর নাম কি
সৌদি আরবের রাজধানীর নাম কি
সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াদ।এটি সৌদি আরবের সবচেয়ে বড় শহর। এটি নজদ অঞ্চলের আর-রিয়াদ প্রদেশের অংশ এবং আরব উপদ্বীপের মধ্য ভাগের মালভূমি অঞ্চলে অবস্থিত। এখানে প্রায় ৪২,৬০,০০০ মানুষের বসাবস রয়েছে যা সারা দেশের মোট জনসংখ্যার ২০ %।
সৌদি আরবের শহর গুলোর নাম কি
১৯৩২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সৌদি আরবকে ছয়টি (প্রাথমিক ভাবে পাঁচটি) প্রশাসনিক - আঞ্চলিক সত্ত্বা, সৌদি আরবের প্রদেশসূমহকে বিভক্ত করা হয়।আছির প্রদেশ (দক্ষিণা অঞ্চল), আল হাসা প্রদেশ (পূর্বাঞ্চল), হেজাজ প্রদেশ (পপশ্চিমাঞ্চল), নজদ প্রদেশ (মধ্যাঞ্চল), রুব আল-খালি প্রদেশ ( দক্ষিণ পূর্বাঞ্চল) এবং শাম্মার প্রদেশ (উত্তরাঞ্চল)।