আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। বন্ধুরা সোদি আরব দেশে হচ্ছে মুসলিম বিশ্বের মাথা, তাই সবকিছুতে আগে সোদি আরবকে ফোকাস করা হয়। তাই আমিও যেহেতু মুসলিম তাই আমার ক্ষেত্রেও এই দেশকে তালিকার প্রথম কাতারের রাখি। চলুন আর দেরী না করে জেনে নেওয়া যাক সৌদি আরবের কোম্পানি ভিসার বেতন কত ও সোদি আরবের কোন কাজের বেতন বেশি।
সোদি আরবের কোম্পানি ভিসার বেতন কত
সৌদি আরবের কোম্পানি আলমারাই , বদর, এই কোম্পানি গুলোতে অন্যান্য কোম্পানির তুলনায় বেতন ও সুবিধা বেশি, সাধারণত এইসব কোম্পানিতে বেতন শুরু তে ৩৫,০০০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮০,০০০ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে।
পরবর্তীতে কোম্পানিগুলো তে অভিজ্ঞতা ভিত্তিক বেতন বাড়ানো হয়।কিন্তুু প্রথম অবস্থায় জয়েন হলে ৩৫,০০০ হাজার টাকা থেকে বেতন শুরু হয়,অভিজ্ঞতা ভিত্তিক হলে বেতন ৩৫০০০ হাজার এর বেশি হয়।
সৌদি আরবের কোন কাজের বেতন বেশি
সৌদি আরবে সবচেয়ে বেশি চাহিদা কনস্ট্রাকশন কাজে।এই কাজের জন্য প্রতিদিন হাজার হাজার শ্রমিক নিয়োগ দেয় সৌদি সরকার। আপনি যদি কনস্ট্রাকশন কাজের বেশি দক্ষতা দেখাতে পারেন তাহলে আপনার বেতন হবে সবচেয়ে চেয়ে বেশি। তবে মূলত এই কাজের বেতন বেশি হওয়ার কারণ এই কাজ অত্যন্ত কষ্টের কাজ।