আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। বন্ধুরা সৌদি আরব দেশে হচ্ছে মুসলিম বিশ্বের মাথা, তাই সবকিছুতে আগে সোদি আরবকে ফোকাস করা হয়। তাই আমিও যেহেতু মুসলিম তাই আমার ক্ষেত্রেও এই দেশকে তালিকার প্রথম কাতারের রাখি। চলুন আর দেরী না করে জেনে নেওয়া যাক সৌদি আরবে ওমরাহ হজ্বের প্যাকেজের খরচ কত |ওমরাহ হজ্ব করতে কত টাকা লাগে।
ওমরাহ হজ্বের প্যাকেজের খরচ কত| ওমরাহ হজ্ব করতে কত টাকা লাগে
চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরব ওমরাহ হজ্ব করার জন্য জন প্রতি গড়ে খরচ হবে ১,৫০,০০০ -১,৬০,০০০ টাকা। ওমরাহর জন্য সময় দেওয়া হবে ১০ দিন। আল্লাহর ঘর দেখার জন্য সব মুসলমানের মনের ভেতর অনেক বড় আশা থাকে। আল্লাহ পাক সবাইকে দেখার জন্য সুযোগ দান করুন ( আমিন)।