আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য মালয়েশিয়ায় দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব মালয়েশিয়ার ভিসার দাম কত |কত টাকা হলে মালয়েশিয়া যাওয়া যাবে
মালয়েশিয়ার ভিসার দাম কত | কত টাকা হলে মালয়েশিয়া যাওয়া যায়
নতুন করে ভিসার চালু করেছে মালয়েশিয়া। এক এক ভিসার দাম একএক রকম হয়, তবে স্টুডেন্ট ভিসার দাম একটু কম। সাধারণত অন্যান্য সব ভিসার খরচের তুলনায় স্টুডেন্ট ভিসার দাম কম।
মালয়েশিয়ায় বিভিন্ন কোম্পানি রয়েছে,যেখানে আপনারা কাজের জন্য আবেদন করতে পারবেন। তারজন্য আপনি আপনি যেই দেশে থাকেন,সেই দেশ থেকে ভিসা বানাতে হবে।একটি কাজের ভিসার দাম ৫ লক্ষ টাকা। আপনি যদি দালালের মারফতে যান তাহলে সেইক্ষেত্রে দাম পড়বে ৬ লক্ষ টাকা।