আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য মালয়েশিয়ায় দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব মালয়েশিয়ার কোন ভিসা ভালো |কোন ভিসায় মালয়েশিয়া গেলে সবচেয়ে ভালো।
মালয়েশিয়ার কোন ভিসা ভালো | কোন ভিসায় মালয়েশিয়া গেলে সবচেয়ে ভালো
মালয়েশিয়াতে সবচেয়ে সুন্দর ও ভালো ভিসার মধ্যে এম এম ২ এইচ ( মালয়েশিয়া মাই সেকেন্ড হোম) নামের এই ভিসা সবচেয়ে ভালো। এই ভিসার মেয়াদ থাকে ১০ বছর। আবার কোন কোন ক্ষেত্রে এই ভিসার মেয়াদ আরো ২ বছর বাড়িয়ে দেওয়া হয় কোন টাকা পয়সা ছাড়াই।আমাদের দেশ থেকে যতগুলো প্রবাসী মালয়েশিয়া যায় তাদের প্রত্যেকে টাকা দিয়ে ভিসার মেয়াদ বাড়াতে হয়। তবে এম এম ২ এইচ ভিসার মেয়াদ এমনিতে বেশি থাকে।
ভিসার মেয়াদ বেশি থাকার কারণে কোন প্রকার ঝামেলা ছাড়া আপনি ১০ বছর বা তার অধিক সেখানে বসাবস করতে পারবেন। এইখানে আপনার ভিসা রিনিউ করার জন্য আলাদা কোন টাকা খরচ করার দরকার নেই।