আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বাহিরে যারা কাজ করার উদ্দেশ্য যান তারা অনেক সময় সরকারি ভাবে যাওয়ার জন্য মালয়েশিয়ায় দেশটি নির্বাচন করেন।তাছাড়া প্রত্যক বছর বা অন্যন্ত কয়েক বছর পরপর দেশটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে যান কাজের জন্য।তাই আজ আমরা আপনাদের জানিয়ে দিব মালয়েশিয়াতে কোম্পানি ভিসার বেতন কত |বেতন কত হবে মালয়েশিয়ার কোম্পানি ভিসার।
মালয়েশিয়াতে কোম্পানি ভিসার বেতন কত| বেতন কত হবে মালয়েশিয়ার কোম্পানি ভিসার
মালয়েশিয়াতে কোম্পানি ভিসা বেতন ওভারটাইম সময় ৪০ হাজার থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেয়।তবে এই বেতনের পরিমাণ নির্ভর করবে আপনার কাজের ধরণ অনুসারে। আপনি যদি কাজে পারদর্শী হন তাহলে আপনার বেতন অব্যশই বেশি হবে অন্যথায় ৪০ হাজার এর বেশি হবে না।