আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। বন্ধুরা সৌদি আরব দেশে হচ্ছে মুসলিম বিশ্বের মাথা, তাই সবকিছুতে আগে সোদি আরবকে ফোকাস করা হয়। তাই আমিও যেহেতু মুসলিম তাই আমার ক্ষেত্রেও এই দেশকে তালিকার প্রথম কাতারের রাখি। চলুন আর দেরী না করে জেনে নেওয়া যাক সৌদি আরবে যেতে কত বছর বয়স লাগে | কত বছর বয়স হলে সৌদি যাওয়া যায়।
সৌদি আরবে যেতে কত বছর বয়স লাগে| কত বছর বয়স হলে সৌদি যাওয়া যায়
মধ্যেপ্রাচ্যর দেশ সৌদি আরব, এই দেশে কোন ব্যক্তি কাজের জন্য প্রবেশ করতে চাইলে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ২১ বছর। ২১ থেকে ৪৫ বছর বয়সী আগ্রহী কর্মীরা তাদের নাম নিবন্ধন করতে পারবেন।২১ বছর বয়সের নীচে হলে কাজের জন্য প্রবেশ করতে পারবেন না।
বাংলাদেশ ভারতসহ অন্যান্য দেশ থেকে কাজের ভিসায় কোন ব্যক্তি সৌদি আরব আসতে চাইলে নূন্যতম বয়স ২১ বছর হতে হবে। ২১ বছর বয়স না হলে পার্সপোট জারি করা যাবে না।