আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। বন্ধুরা সৌদি আরব দেশে হচ্ছে মুসলিম বিশ্বের মাথা, তাই সবকিছুতে আগে সোদি আরবকে ফোকাস করা হয়। তাই আমিও যেহেতু মুসলিম তাই আমার ক্ষেত্রেও এই দেশকে তালিকার প্রথম কাতারের রাখি। চলুন আর দেরী না করে জেনে নেওয়া যাক সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি এবং হোটেল /রেস্টুরেন্টে ভিসার দাম কেমন
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি
বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর শ্রমিক ভিসায় সহ অন্যান্য ভিসায় অনেক মানুষ সৌদি আরব যায়। তার মধ্যে ইলেকট্রনিক, পাইপ ফিটার, অটোমোবাইল, টেইলারিং, কনস্ট্রাকশন এইসব কাজের চাহিদা বেশি।
সৌদি আরবের হোটেল/ রেস্টুরেন্টে ভিসার দাম কেমন
সৌদি কে হোটেল /রেস্টুরেন্ট ভিসার খরচ পড়বে ৩,২০,০০০ (তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র) এবং সাথে প্রতিদিন দুই ঘন্টা অভারটাইম করার সুযোগ আছে। অনেক সময় দুই ঘন্টার বেশি ও অভারটাইম করার সুযোগ দেওয়া হয়।