আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা সৌদি আরবে যারা আছেন সবাই জানেন এখন আর আগের নিয়মে আকামা চেক করা যায় না। সৌদি আরবের আকামা চেক করতে হলে আবসর একাউন্ট লাগে। যাদের আবসর একাউন্ট আছে তার তো সহজে আকামা চেক ২০২৩ করে নিতে পারবেন। যাদের আবসর নেই ত্র কি করবেন। তাই আজকের এই পোস্ট যাদের আবসর একাউন্ট নেই তাদের জন্য কিভাবে আবসর একাউন্ট ছাড়া আকামা চেক করবেন জেনে নিন ।
সৌদি আরবের আকামা চেক করার নিয়ম ২০২৩
তার আগে বলে রাখি এই নিয়মে আপনি একটি মোবাইল দিয়ে একটি আকামা চেক করতে পারবেন।এই নিয়মে যে আকামা আগে চেক করবেন সেটা ছাড়া আর কোন আকামা চেক করতে পারবেন না।
Iqama Expiry check without Absher-আকামা চেক করার নিয়ম
১.জন্ম তারিখ
পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা চেক -আকামা চেক 2023
উপরের লিংকে ক্লিক করার পর নিচের পিকচার এর মত চলে আসবে।
উপরের পিকচার ভালো করে দেখুন, এখানে প্রথম বক্সে Id Namber এ আপনার আকামা নাম্ভার দিতে হবে।
তারপর লেখা আছে Date of birth এখানে ক্লিক করার পর আপনার সামনে নিচের পিকচার এর মত চলে আসবে।
এখন উপরের পিকচার এ দেখুন এখন কিন্তু আরবি তারিখ চলে আসছে। এটাকে ইংরেজি তারিখ করতে হবে।এই জন্য hijri লেখাতে ক্লিক করে এটাকে change করে Gregorian ক্লিক করতে হবে।
তার পর আপনার পাসপোর্ট এর জন্ম তারিখ অনুযায়ী এটায় জন্ম তারিখ সঠিক ভাবে দিয়ে।
একদম লাস্টে verification image এটায় এর নিচে যে রকম নাম্ভার দেওয়া আছে অইগুলা নিচের বক্সে লিখে Next এ ক্লিক করলে আপনার আকামা সহ সকল তথ্য দেখতে পাবেন।
উপরের পিকচার এর মত অনেক গুলা লেখা আসবে আপনার একটু নিচে গেলে উপরের পিকচার এর মত পেয়ে যাবেন এখানে দেখুন আপনার Iqama Expiration date ভালো করে দেওয়া আছে।
বন্ধুরা এই ছিলো আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয়।
আসা করি আপনাদের অনেক উপকারে আসবে।
তারপর ও আপনাদের যদি বুঝতে সমস্যা হয় নিচের ভিডিওটি দেখে সরাসরি শিখে নিন
নোটঃ-এই নিয়মে একটি মোবাইল দিয়ে একটি আকামা দেখতে পাবেন। প্রথম যেটা দেখবেন ২য় বার এটা ছাড়া অন্য কোন আকামা দেখতে পারবেন না।
অথবা আমাদের সাথে ফেসবুক বা কমেন্টে আকামা নাম্ভার দিলে আমরা চেক করে দেবো।
Tag:আকামা চেক করার নিয়ম,পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা চেক, আকামা চেক 2023,সৌদি আরবের আকামা চেক করার নিয়ম ২০২৩