আর্জেন্টিনা ফুটবল দল গত বছর কাতারে তাদের গৌরবময় ফিফা বিশ্বকাপ জয়ের পর প্রথম প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিয়েছিল ২৪ মার্চ ২০২৩ পানামার বিপক্ষে। সেই ম্যাচে আর্জেন্টিনা জোরা গোলে পানামাকে হারিয়ে দিয়েছে। আলবিসেলেস্তে, তাদের পরবর্তী অ্যাসাইনমেন্টে, আরো একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কিরাসাও এর বিপক্ষে খেলবে ২৯ মার্চ ২০২৩। আর্জেন্টিনা ও কিরাসাই মধ্যকার ম্যাচটি হবে আর্জেন্টিনার ইউনিক মাদার অফ সিটিস স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। তিনবারের বিশ্বকাপজয়ীরা কুরাকাওর বিপক্ষে তাদের পরবর্তী প্রীতি ম্যাচে একটি শক্তিশালী প্লেয়িং একাদশ মাঠে নামবে বলে আশা করা হচ্ছে।
আর্জেন্টিনা বনাম কিরাসাও প্রীতি ম্যাচ ২৯ মার্চ ২০২৩ বাংলাদেশ সময় ভোর ৬ টায় আর্জেন্টিনার ইউনিক মাদার অফ সিটিস স্টেডিয়াম অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা বনাম কিরাসাও ২০২৩ লাইভ
ম্যাচ | ফ্রেন্ডলি |
টিমের নাম | আর্জেন্টিনা বনাম কিরাসাও |
খেলার তারিখ | ২৯ মার্চ ২০২৩ |
সময় | বাংলাদেশ সময় রাত ৬ টা, ইন্ডিয়া সময় ৫.৩০ মিনিট। |
স্টেডিয়াম | মাদার অফ সিটিস স্টেডিয়াম |
কোথায় দেখবেন | মোবাইলে নিচের এপ্সে দেখতে পারবেন অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজে দেখতে পারবেন। www.Fb.com/blognet24 |
Apps link | Download |
আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা: মার্টিনেজ; মোলিনা, ওটামেন্ডি, এল. মার্টিনেজ, অ্যাকুনা; ডিপল, ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার; মেসি, আলভারেজ, ডি মারিয়া।
ফিফা রেংকিং আর্জেন্টিনা ও কিরাসাও ২০২৩
Tag:আর্জেন্টিনা বনাম কিরাসাও ২০২৩ প্রীতি ম্যাচ (Argentina vs Curaçao) লাইভ,কবে,কখন, কোথায় দেখবে,স্কোয়াড,আর্জেন্টিনা বনাম কুরাকাও লাইভ, আর্জেন্টিনা ম্যাচ ২০২৩ কব