আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। বন্ধুরা সৌদি আরব দেশে হচ্ছে মুসলিম বিশ্বের মাথা, তাই সবকিছুতে আগে সোদি আরবকে ফোকাস করা হয়। তাই আমিও যেহেতু মুসলিম তাই আমার ক্ষেত্রেও এই দেশকে তালিকার প্রথম কাতারের রাখি। চলুন আর দেরী না করে জেনে নেওয়া যাক সৌদি আরবের ভাষা কি | কি ভাষায় সৌদিরা কথা বলে
সৌদি আরবের ভাষা কি |কি ভাষায় সৌদিরা কথা বলে
উপসাগরীয় বৈচিত্র্য এর নিকটতম সম্পর্কযুক্ত ভাষা হলো উপসাগরীয় আরবি, যা অন্যান্য সৌদি আরবের অধিবাসীর ব্যবহার্য।[৭][৮] যদিও সৌদি আরবের বেশিরভাগ এলাকায় কথিত হয়, উপসাগরীয় আরবি ভাষা বেশিরভাগ সৌদি নাগরিকের স্থানীয় ভাষা নয়, কারণ হিসেবে বলা যায় যে, তাদের অধিকাংশই পূর্ব আরবের বাসিন্দা নয়। ৩০ মিলিয়নেরও বেশি লোকের জনসংখ্যার দেশের, প্রায় ২ লাখই উপসাগরীয় আরবি ভাষাভাষীর লোকজন, যাদের বেশিরভাগই উপকূলীয় পূর্ব প্রদেশে অবস্থান করে।
বেশিরভাগ সৌদিরা হেজাজী আরবি এবং নাজাদি আরবি ভাষায় কথা বলে।